• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপির গাড়িতে পেট্রোল না দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯
ফিলিং স্টেশন
বন্ধ করে দেওয়া ফিলিং স্টেশন ( ছবি : দৈনিক অধিকার )

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের গাড়িতে পেট্রোল না দেওয়ায় চৌধুরী ফিলিং স্টেশনে কেনাবেচা বন্ধ করে দিয়েছে রমেশ চন্দ্রের সমর্থক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সফর শেষে রবিবার বিকালে ঢাকা যাওয়ার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পথে রওনা দেন রমেশ চন্দ্র সেন। পথে তাকে বহনকারী দুটি গাড়ি শহরের চৌধুরী ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়ার জন্য যায়। কিন্তু স্টেশনের কর্মীরা ধর্মঘটের কথা বলে গাড়ি দুটিতে পেট্রোল দিতে অস্বীকৃতি জানায়। ওই সময় একটি গাড়িতে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বসেছিলেন।

এ ঘটনায় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবহন শ্রমিকরা ওই ফিলিং স্টেশনের সামনে এলোপাতাড়ি ট্রাক ও পিকআপ রেখে পেট্রোল বেচাকেনা বন্ধ করে দেয়।

এ বিষয়ে চৌধুরী ফিলিং স্টেশনের বিতরণকর্মী রবিউল ইসলাম জানান, ‘এমপি স্যারের গাড়ি যখন এখানে পেট্রোল নিতে আসে, সে সময় অনেক মোটরসাইকেল আরোহী পেট্রোল নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের পেট্রোল দিতে অস্বীকৃতি জানানোয় মোটরসাইকেল আরোহীরা এমপির গাড়ি দেখিয়ে বলতে থাকেন, দেখব তাকে (সাংসদকে) পেট্রোল দিচ্ছেন কিনা। এ কথা শুনে জনরোষের ভয়ে এমপি স্যারের গাড়িতে পেট্রোল দিতে রাজি হইনি।’

তবে পরিবহন শ্রমিক এন্তাজুল হক বলেন, ‘এমপিকে অসম্মান করায় এই পাম্প থেকে কোনো শ্রমিক ডিজেল-পেট্রোল কিনবে না।’

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁওয়ের সভাপতি এনামুল হক জানান, ‘কর্মসূচি চলাকালে এমপি সাহেবের গাড়ি যখন পেট্রোল নিতে যায় তখন অনেক ক্রেতার ভিড় ছিল। তাই বিতরণকর্মীরা এমপি সাহেবের গাড়িতে পেট্রোল দিতে রাজি হননি। এখন শুনছি, ওই ঘটনা নিয়ে একদল শ্রমিক বিক্ষুব্ধ হয়ে পাম্পের কেনাবেচা বন্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন জানান, ‘পেট্রোল পাম্পে কর্মবিরতি চলছে এটা জানা ছিল না। যার কারণে ওই পাম্পে পেট্রোল নিতে যাই। কিন্তু আমাকে পেট্রোল দেওয়া হলো না। এতে আমার অনুসারীরা ক্ষুব্ধ হতেই পারে।’

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড