• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের ক্ষেত থেকে পেঁয়াজ চুরি : রাত জেগে পাহারা 

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭
পেঁয়াজ চুরি
পেঁয়াজের ক্ষেতে কৃষক ( ছবি : দৈনিক অধিকার )

বাজারে পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। একটু লাভের আশায় চলনবিলের কৃষকরা এবার বেশি জমিতে আগাম জাতের ডাটি পেঁয়াজ রোপণ করেছে। তবে জমির এই পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। প্রতিদিন ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে দিশেহারা হয়ে রাত জেগে কুপি বাতি জ্বালিয়ে ক্ষেত পাহারা দিচ্ছে কৃষকরা।

সরেজমিনে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর, হেমনগর, চর-হামকুড়িয়া, কাঁটাবাড়ি গ্রাম ঘুরে দেখা যায় অনেক কৃষক ডাটি পেঁয়াজ রোপণ করেছে। দিনভর ক্ষেতের পরিচর্যা করলেও রাতে কুপি বাতিয়ে জ্বালিয়ে ক্ষেত পাহারা দিচ্ছে কৃষকরা।

বামুনগাড়া গ্রামের পেঁয়াজ চাষি তফের আলী, নূরুল ইসলাম ও ধারাবারিষা গ্রামের কফিল উদ্দিন জানান, প্রতি কেজি পাতাসহ পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ভালো লাভবানও হচ্ছেন তারা। কিন্তু সম্প্রতি রাতে পেঁয়াজ চুরির ঘটনা ঘটতে শুরু করেছে। এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন তারা। তাই রাত জেগে ক্ষেত পাহারা দিতে হচ্ছে।

নাদোসৈয়দপুর গ্রামের শারমিন খাতুন জানান, ‘ক্ষেত থেকে একটু আড়াল হলেই পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। খুব দুশ্চিন্তায় আছি।’

ধামাইচ গ্রামের বাসিন্দা প্রভাষক আবু হাশিম খোকন জানান, আগে কখনো পেঁয়াজ চুরির ঘটনা ঘটেনি। আগে কৃষকরা পেঁয়াজের পাতা ক্ষেতেই ফেলে দিত। কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম আকাশ চুম্বি হওয়ায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে।

দুর্মূল্যের বাজারে শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজের পাতা নিয়েও মানুষের মাঝে কাড়াকাড়ি করতে দেখা যাচ্ছে। অথচ অন্যান্য বছরগুলোতে কৃষকরা পেঁয়াজের পাতা জমির পাশে ফেলে দিত।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড