• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে গিয়ে ছুরিকাঘাতে আহত ২

  মাদারীপুর প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ১৯:০৩
স্কুলছাত্র
ছুরিকাঘাতে আহতদের একজন (ছবি : দৈনিক অধিকার)

মাদারীপুরে নবম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল এক ছাত্রী। ফেরার পথে গাজী হাওলাদারের বাড়ির সামনে গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয় বখাটে রানা শিকদার। এ সময় ওই স্কুলছাত্রী রানার প্রস্তাবে রাজি না হলে ধস্তাধস্তি শুরু করে। পরে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র আরমান বেপারী ও শফিকুল ইসলাম ওই ছাত্রীকে উদ্ধার করতে যায়। এ সময় বখাটে রানা, আশিক, সাইফুল ও জুবরান ধারালো ছুরি দিয়ে কোপ দিলে আরমান ও শফিকুল গুরুতর আহত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বখাটে রানা শিকদার জেলার চাঞ্চল্যকর দুই স্কুলছাত্রী হত্যা মামলার অন্যতম আসামি।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, রানা শিকদার তার বন্ধুদের নিয়ে প্রায়ই আমাকে উত্ত্যক্ত করে।

অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত বখাটেরা আমার স্কুলের ছাত্র না। তাদের বাড়ি একই ইউনিয়নের ঝিকরহাটি ও চোকদার ব্রিজ এলাকায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, ঘটনাটি শুনেছি। বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড