খাগড়াছড়ি প্রতিনিধি
জমকালো আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২২ বর্ষপূর্তি উদযাপন করেছে খাগড়াছড়িবাসী। জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গেণে ২২টি চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় উদযাপনের আনুষ্ঠানিকতা।
পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে র্যালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে আনন্দ মুখোর হয়ে উঠে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। আনন্দের র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে সংরক্ষতি নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্নেল মো. নাজিম উদ্দিন, জেলা পুলিশ সুপার আহামার উজ্জামানসহ আরও অনেকে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার বিকল্প নেই। তাই সবাইকে মিলেমিশে পাহাড়কে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।
ওডি/এসএএফ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড