মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অভিযান চালিয়ে মিন্টু আলী শাহ (৩০) নামের এক মাদক কারবারিকে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) রাত ১টার দিকে গাংনী উপজেলার করমদী গ্রামস্থ শাহাজী পাড়া দুই তলা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিন্টু শাহ হলেন গাংনী উপজেলার করমদীশাহজী পাড়ার আমজাদ শাহের ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গত রাতে মিন্টু ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে করমদী গ্রামস্থ শাহাজী পাড়া দুই তলা মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় মিন্টুর কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে তার নামে মাদকের মামলা দেওয়া হয়েছে।
ওডি/এসজেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড