• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবার সঙ্গে বাজারে যাওয়া হলো না শিশু সোহানার

  লক্ষ্মীপুর প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২
লাশ উদ্ধার
বাবার সঙ্গে বাজারে যাওয়ার সময় গাছচাপায় শিশু সোহানার মৃত্যু হয় (ছবি : প্রতীকী)

বাবার সঙ্গে বাজারে যাওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে লক্ষ্মীপুরের সদর উপজেলায় সোহানা আক্তার নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সোহানা উপজেলার করইতলা গ্রামের রিকশাচালক মো. সেলিমের মেয়ে ও পশ্চিম করইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে রিকশাচালক সেলিম তার দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় মোল্লারহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির পাশেই একটি করই গাছ কাটছিলেন স্থানীয় সমুদার বাড়ির মো. ইব্রাহিম। এ সময় গাছটি উপড়ে পড়ে বাবার সঙ্গে বাজারের রওয়ানা হওয়া শিশু সোহানার ওপর পড়ে। এতে মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই শিশু সোহানার মৃত্যু হয়।

এ দিকে, অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেলিম ও তার কোলে থাকা সন্তানটি। তবে এ ঘটনায় তারা দুজনই আহত হয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন দৈনিক অধিকারকে জানান, অসাবধানতাবশত গাছ কাটায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।

এ দিকে, শিশু সোহানা আক্তারের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড