• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামের সংঘর্ষের ঘটনায় ২শ জনের নামে মামলা

  কুড়িগ্রাম প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৫
কুড়িগ্রাম
কুড়িগ্রামে আ. লীগের কর্মীদের পুলিশের ধাওয়া (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুলিশি কাজে বাধা দানের অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

এছাড়া অজ্ঞাত আরও ২শ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার পুলিশসহ ১১ জন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় শনিবার রাতেই রাজারহাট থানার এসআই বেলাল হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম গ্রুপের ১০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ২শ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার পর একই দিন রাতে মামলার এজাহারভুক্ত আসামি নারায়ণ (৪০), মোজাফফর (৩৫), আইয়ুব (৪০), রিফাত (৩০) ও হাবিবুর (৩০) নামে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।

মামলার পর থেকে আব্দুস ছালাম গ্রুপের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, পুলিশি কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২শ জনকে আসামির মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: আ. লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ১১

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড