• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রুতগামী ট্রেনের ধাক্কায় জীবন প্রদীপ নিভল শিশু লিসার

  দিনাজপুর প্রতিনিধি

২৫ নভেম্বর ২০১৯, ১৭:২৩
নিহত
ট্রেনের ধাক্কায় নিহত শিশু লিসা মনি (ছবি : দৈনিক অধিকার)

দ্রুতগামী ট্রেনের ধাক্কায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় লিসা মনি নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত লিসা উপজেলার ভররা এলাকার আহসান হাবিব লিটন ও সাবিনা ইয়াসমিন দম্পতির একমাত্র মেয়ে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বোচগঞ্জ উপজেলার ভররা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চাচাতো বোনের সঙ্গে বাড়ির পেছনের রেল লাইনের পাশে খেলা করছিল শিশু লিসা মনি। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি সেতাবগঞ্জ রেল স্টেশন অতিক্রম করে পীরগঞ্জ যাওয়ার পথে শিশু লিসাকে সজোরে ধাক্কা দেয়। এতে রেল লাইনের পাশে ছিটকে পড়ে লিসা মনি। পরে খবর পেয়ে এলাকাবাসী ও পরিবারের লোকজন দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশু লিসা মনিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী দৈনিক অধিকারকে জানান, কারও কোনো অভিযোগ না থাকায় শিশু লিসা মনির লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দিকে, একমাত্র সন্তানের মৃত্যুতে পাগলপ্রায় লিসার বাবা আহসান হাবিব লিটন ও মা সাবিনা ইয়াসমিন। থেমে থেমেই বিলাপ করছেন তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড