• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন

  অধিকার ডেস্ক

২৩ নভেম্বর ২০১৯, ১৩:৩৮
মরদেহ
জানাজা শেষে নিহতদের মরদেহ। (ছবি : সংগৃহীত)

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ১০ জনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে ৯ জনের দাফন সম্পন্ন করা হয়।

এছাড়া জানাজা শেষে মাইক্রোবাস চালক বিল্লালের মরদেহ উপজেলার নাগের হাট নিজ গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এরা হলেন বর রুবেলের বাবা আব্দুর রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনী তাবাসসুম (৬) ও অপর ভাগনী রেনু (১২), খালাত ভাই মো. জাহাঙ্গীর আলম (৩০), ভাতিজা তাহসান (৫) ও ভাবি রুনাসহ (২৫) প্রতিবেশি কেরামত বেপারী (৭১) ও মফিজুল মোল্লা (৬০)।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২টায় ঢাকা মাওয়া-মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাসের অজ্ঞাত চালকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড