• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুষ চাওয়ায় বরিশালে আদালতের সেরেস্তাদার বরখাস্ত

  বরিশাল প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ১৮:৩০
বরিশাল দায়রা জজ আদালত
বরিশাল দায়রা জজ আদালত (ছবি : সংগৃহীত)

ঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে বরখাস্তের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। বরিশাল আদালতে একই অভিযোগে গত চার দিনে দুজন কর্মচারী বরখাস্ত হলেন।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গাফফার জানান, আব্দুল কাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না তা জানতে ১০ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আব্দুল কাদের জেলা ও দায়রা জজ আদালতের অধীন আদালতের সেরেস্তাদার পদে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই আদালতে বিচার সংক্রান্ত কাজের আনার জন্য আব্দুল কাদেরকে ঘুষ দিতে হয় সেবাপ্রত্যাশীদের। সম্প্রতি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলার নকল সরবরাহের জন্য অফিস সহকারী রেখা রাণী মণ্ডলের ঘুষ চাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় তাকে গত রবিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড