• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে পয়সারহাটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

  বরিশাল প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ১৬:১৯
অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবেই আশপাশের দোকানগুলোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পয়সারহাট পাইকারি মাছ বাজারের পূর্ব পাশে চৌরাস্তা মোড়ের জ্বালানি তেল ব্যবসায়ী আনোয়ার দাড়িয়ার দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে স্থানীয়রা গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় বাজারের সাতটি দোকান।

এ দিকে, শুক্রবার (২২ নভেম্বর) সকালে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এই তালিকা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণসহ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো—মামুন-রাসেলের মালিকানাধীন ভাড়াটিয়া আনোয়ার সিকদারের ফার্মেসি। যাতে অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ১২ লাখ টাকা। একইভাবে সুমন মোল্লার ‘এস কে স্যানিটারি’ দোকানে পাঁচ লাখ, সুনীল বিশ্বাসের ফলের দোকান এক লাখ, মনোতোষ মধুর মালিকানাধীন অমর শীলের সেলুনের দোকানে ৫০ হাজার, পরিমল ঘরামীর ‘ঢাকা ডেন্টাল কেয়ারে’ তিন লাখ, আলমগীর দাড়িয়ার জ্বালানি তেল ও পার্টসের দোকানে তিন লাখ, স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়ার মালিকানাধীন মনি শংকর ওঝার ‘গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারে’ দুই লাখ ও মিঠুন ব্যাপারির ফার্নিচারের দোকান পুড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নয়ন পাণ্ডের ‘সেবা মেডিসিন হাউসের’ বেশিরভাগ অংশ পুড়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

এ দিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ভাড়া দেওয়া দোকানঘর পুড়ে মালিক সোবহান মিয়ার দুই লাখ, রাসেল মিয়ার ছয় লাখ ও মনোতোষ মধুর পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ মোট ৫০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগে, আগুন লাগার এক ঘণ্টা পর গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড