• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি

  পঞ্চগড় প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ১২:১৫
কুয়াশা
কুয়াশাচ্ছন্ন ভোর

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দধমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়াও গত ২১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে দেখা যায়। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

কয়েক দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গিয়ে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। যেখানে গত কয়েকদিন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল।

পাথর শ্রমিক দৈনিক অধিকারকে বলেন, মহানন্দার শীতল ঠান্ডা পানিতে ডুব দিয়ে পাথর তুলতে ভীষণ কষ্ট হয়। তাছাড়া সকাল বেলা ঘুম থেকে ওঠে সংসারের চাহিদা মেটাতে নামতে হয় নদীতে। এই শীতে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট, সর্দি-কাশি হয়।

ভ্যান চালক রবি দৈনিক অধিকারকে বলেন, এবার অগ্রহায়ণের শুরুতেই শীতের প্রকোপে রাস্তায় লোকজন চলাচল কম করছে। এ ঠান্ডায় ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েছি। অভাবের সংসারে কীভাবে চলবে তা জানি না। কিন্তু তারপরও ভ্যান নিয়ে বের হতে হবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাতভর শীতের প্রকোপে ও পাহাড়ের হিমেল বাতাস থাকায় তাপমাত্রা অনেকটা কমেছে বলে তিনি জানান।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমকি ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা ২২ দিন ধরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়।

ওডি/এসেজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড