• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রকাশ্যে হত্যা মামলার আসামির চলাচল, নেই পুলিশের তদারকি

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২২ নভেম্বর ২০১৯, ০৯:০৪
নারায়ণগঞ্জ ম্যাপ
ছবি : দৈনিক অধিকার নারায়ণগঞ্জ ম্যাপ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টেমদী গ্রামে হত্যা মামলাসহ পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা এলাকায় পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এতে পুলিশের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

বৃহস্পতিবার (২১নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব মিয়াকে গত বছরে ৩১ ডিসেম্বর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একই এলাকার এসহাক মিয়া ও তার সহযোগীরা। পরে হত্যা মামলার আসামিরা বাদী পক্ষের আত্মীয় মামুন মিয়, ডা. হালিম মিয়া ও সফিউল্লার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পরে সন্ত্রাসীরা হাদু মিয়া, আলম মিয়া, মামুন হোসেন, মনির হোসেন, আল-আমিনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পৃথক ঘটনায় থানায় চারটি মামলা দায়ের করার পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। এরপর আসামি ইসহাক মিয়া, হারুন মিয়া, জাকির হোসেন, কবির হোসেন, আল আমিন, আলমগীর হোসেন, রবিন হোসেন, আবু হানিফ, মোমেন মিয়া, মাছুম মিয়া, গিয়াস উদ্দিন, আমিন উদ্দিনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা গত ১৫ দিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ দিকে মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামিরা। এতে বাদী পক্ষের লোকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মামলার বাদী তাহসীন মিয়া বলেন, এসহাক মিয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও মারামারিসহ ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি জানান উচ্চ আদালত থেকে জামিনে আসলেও পরবর্তীকালে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত।

তিনি আরও বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার পরেও তারা পুলিশের নাকের ডগায় কীভাবে প্রকাশ্যে ঘোরা-ফেরা করছে। এমনকি আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে এসহাক মিয়া, হারুন মিয়া ও বজলু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আসামি ইসহাক মিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে থানায় কোনো ওয়ারেন্ট নেই। যদি থাকে খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। আমার জানা মতে মামলাটি ডিবির হাতে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড