• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে চাঁদার দাবিতে ১০ শ্রমিককে কুপিয়ে আহত

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

২১ নভেম্বর ২০১৯, ২২:৫১
হামলায় আহতরা
হামলায় আহতরা (ছবি : দৈনিক অধিকার)

চাঁদার দাবিতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে সড়কের উন্নয়ন কাজের ১০ শ্রমিককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা দিকে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- মুসলিম উদ্দিন, মো. শাহেদ, মো. কবির, মো. আনোয়ার, মো. জাবেদ মিয়া, মো. সাইফুল, মো. সোহাক, মো. রেজুয়ান, দবির আহম্মদ ও মো. রাজু।

এদের অধিকাংশের বাড়ি বাঁশখালী, কক্সবাজার, ভোলা, সিলেট ও নোয়াখালী জেলায়।

সূত্র জানায়, কাপ্তাইয়ের রাইখালী কৃষি ফার্ম থেকে ভালুকিয়া যোগাযোগ সড়ক কাজের ঠিকাদার মো. ফারুক অধীনে কাজ করছিলেন সড়ক নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে হাপছড়ি এলাকায় অজ্ঞাত একদল সশস্ত্র সন্ত্রাসী চাঁদার দাবিতে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ নিয়ে চাঁদার দাবিতে তৃতীয় বারের মতো হামলা করলো সন্ত্রাসীরা। ঠিকাদার মো. ফারুকের ছেলে জনি জানান, আমরা তাদের চাঁদা দেওয়ার পরও আমাদের শ্রমিকদের ওপর হামলা করেছে। এর আগে গত বৃহস্পতিবারের রাতে হাপছড়িতে একবার হামলা চালিয়েছিল, কিছুদিন যেতে না যেতে আবারও এমন জঘন্য হামলার ঘটনা ঘটেছে।

শ্রমিকদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার এসআই ইসরাফিল জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে আমরা ঘটনার বিষয়ে তদন্ত করে দেখছি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড