• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে’

  বরিশাল প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৯:৫০
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা (ছবি : দৈনিক অধিকার)

শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেছেন, সশস্ত্র বাহিনী যে কোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ আর্তমানবতার সেবা, সন্ত্রাস ও জঙ্গি দমনসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরিশালের পায়রা নদী সংলগ্ন শেখ হাসিনা সেনানিবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বরিশালবাসীর সহযোগিতায় এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন।

দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনী নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে জিওসি নকিব আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে কোনো দুর্যোগ মোকাবিলায়, অবকাঠামো নির্মাণ আর্তমানবতার সেবা, সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রেখে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার আন্তরিক রয়েছে বলেও জানান তিনি।

পরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

এ দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনীর টহল জাহাজ বিএনএস কর্ণফুলী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ভিড় করেন। ঘুরে দেখেন এই জাহজটি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড