• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রমিক ধর্মঘটে ফরিদপুরে নৌবন্দরে অচলাবস্থা

  ফরিদপুর প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৬:০১
ধর্মঘটে স্থবির ফরিদপুর নৌবন্দর
ধর্মঘটে স্থবির ফরিদপুর নৌবন্দর (ছবি : দৈনিক অধিকার)

সড়ক পরিবহন আইনের সংস্কারের দাবিতে ফরিদপুরে বাস ও ট্রাক শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে জেলার লোকাল ও দূরপাল্লার বাস চলাচল করছে না। এতে যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। পাশাপাশি বন্ধ রয়েছে ট্রাক চলাচল।

সরেজমিনে বৃহস্পতিবারও (২১ নভেম্বর) ফরিদপুরে সব বাস চলাচল বন্ধ থাকতে দেখা গেছে। এছাড়া পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে নৌপথেও। শহর সংলগ্ন সিঅ্যান্ডবি ঘাটে পণ্যবাহী জাহাজ, ট্রলার ও কার্গো থেকে গত তিন দিন ধরে কোনো মালামাল খালাস হতে পারেনি। আটকে আছে সারবাহী নৌযানও। ট্রাক চলাচল না করায় পণ্য খালাস করতে পারছেন না নৌবন্দর সংশ্লিষ্টরা।

হঠাৎ করে ট্রাক শ্রমিকদের এই ধর্মঘটের কারণে ফরিদপুরের এই নৌবন্দরটি স্থবির হয়ে পড়েছে। বেকার হয়ে পড়েছেন বন্দরের কয়েক হাজার কুলি শ্রমিক।

বন্দরের শ্রমিকরা জানান, ধর্মঘটের কারণে আমাদের কাজ বন্ধ রয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান।

ফরিদপুর জেলা মোটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, ধর্মঘটের ব্যাপারে তাদের কোনো নির্দেশনা নেই। শ্রমিকেরা স্বপ্রণোদিত হয়েই বাস চলাচল বন্ধ রেখেছে।

বৃহস্পতিবার ফরিদপুর সিএন্ডবি ঘাটের এই নৌবন্দরে গিয়ে দেখা যায়, গত তিন দিন ট্রাক ধর্মঘটের কারণে বন্দরে আসা পণ্যবাহী নৌযানগুলো মালামাল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। সময় মতো পণ্য খালাস করতে না পেরে তাদের নানা খাতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।

এমভি ওয়াটার হেন নামে একটি কার্গো জাহাজের চালক আতিয়ার হোসেন জানান, তিন দিন হলো এ বন্দরে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে এসেছি। কিন্তু ট্রাক শ্রমিকদের ধর্মঘটের কারণে সিমেন্ট খালাস করতে পারিনি। এই বিলম্বের কারণে আমাদের থাকা খাওয়াসহ নানা খাতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।

এ দিকে পরিবহন ধর্মঘটে নৌবন্দরে চলতি মৌসুমের কৃষি কাজে ব্যবহৃত ইউরিয়া সার বোঝাই কার্গো জাহাজও আটকা পড়েছে।

চট্টগ্রাম থেকে জাহাজ বোঝাই আমদানিকৃত ইউরিয়া সার নিয়ে এসেছেন মোহাম্মদ হাকিম। তিনি জানান, ফরিদপুর বন্দর থেকে ইউরিয়া সার ট্রাকে করে সরকারের গোডাউনে নেওয়া হবে। সেখান থেকে ডিলাররা বিভিন্ন জেলায় নিয়ে যাবেন। কিন্তু এই ধর্মঘটের কারণে সেটি সম্ভব হচ্ছে না।

হাজী শিপিং লাইন্সের মালিক রেজাউল করিম জানান, ট্রাক চলাচল না করায় পণ্য ট্রান্সপোর্ট করতে পারছি না। অথচ প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। আমার মতো অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড