• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমাপনী পরীক্ষা : ৯ ভুয়া পরীক্ষার্থীসহ হল পরিদর্শক আটক

  সাতক্ষীরা প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
হল পরিদর্শক নুরুল ইসলাম
আটক হল পরিদর্শক নুরুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৯ ভুয়া পরীক্ষার্থী অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে দায়িত্বরত হল পরিদর্শক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে আটক করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালানো হয়। আটককৃত নুরুল ইসলাম পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

এ সময় পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশ নেওয়া ৯ পরীক্ষার্থীকে আটক করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী হলো- নলতা আহছানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জাকিয়া পারভিন (১২), নাংলা ঘোনাপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী তাছলিমা (১২), নাংলা হাইস্কুলের শিক্ষার্থী রুবি আক্তার (১২), নলতা মাদ্রাসার শিক্ষার্থী সাব্বির হোসেন (১৩), পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রবিউল বাশার (১০), নলতা মাদ্রাসার শিক্ষার্থী আশিকুর রহমান (১২), উত্তর পারুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান (১৩), সেকেন্দ্রা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম (১১)।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড