• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে ছেলেকে গ্রেফতারের পর বাবার মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৫:৩৫
গাজীপুর
জেলার ম্যাপ

গাজীপুরের শ্রীপুরে কারখানার গাড়ি ভাঙচুরের মামলায় খোরশেদ আলম নামে এক আসামিকে গ্রেফতার করায় তার বাবা নুরুল ইসলাম মাস্টার (৮০) মারা গেছেন। নিহত নুরুল ইসলাম ভাংনাহাটি প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন।

বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বাবার সামনে ছেলেকে গ্রেফতার করে নির্যাতন করার দৃশ্য সইতে না পেরে নুরুল ইসলাম মাস্টার মারা গেছেন।

স্থানীয় জানা যায়, উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের প্রোস্টার এ্যাপারেলস লি. ফ্যাক্টরির ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুটি ভাগে বিভক্ত ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। গত ১৯ নভেম্বর সকালে কারখানার শ্রমিকবাহী কয়েকটি গাড়িতে ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা উপজেলা চেয়ারম্যান শামসুল আলমের চাচাত ভাই ইউসুফ প্রধান বাদী হয়ে ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ আলমসহ চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- ভাংনাহাটি গ্রামের ইমরান হোসেন, আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন ও শ্রীপুর পৌর এলাকার ঢালীর ছেলে ঔরভ আলী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড