• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ. লীগের সম্মেলনকে ঘিরে প্রচারণায় সরগরম খাগড়াছড়ি

  খাগড়াছড়ি প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ০৯:৩৩
আওয়ামী লীগ
খাগড়াছড়ি আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক (ছবি : দৈনিক অধিকার)

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে জেলা সম্মেলনে পদ প্রত্যাশীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পার্বত্য জনপদ খাগড়াছড়ি।

আগামী ২৪ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় ঐতিহাসিক খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগেকে আসছে নেতৃত্বে তার সমীকরণ নিয়েও শেষ নেই জল্পনা-কল্পনার।

পরবর্তী জেলা কমিটিতে উল্লেখযোগ্য পদ-পদবিতে পরিবর্তনের পাশাপাশি রাজনীতিতে নতুন মুখ স্থান করে নিবে নাকি পুরাতনদের কপাল পুড়বে সেট দেখার পালা।

সম্মেলনে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি সমীর দত্ত চাকমা ও খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহিস উদ্দিন উল্লেখযোগ্য। এদিকে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে-খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সহসভাপতি মনির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আ. জব্বার, মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামসুল হক ও মোহাম্মদ কাশেম। ইতোমধ্যে ব্যানার বিলবোর্ড ও প্রচারপত্রে দৃশ্যমান হয়ে উঠেছে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নাম।

এ সম্মেলনকে ঘিরে আনন্দের বার্তার পাশাপাশি আশা ও হতাশার চিত্রের মধ্যেও জেলা কমিটির শীর্ষ পদের বিভোর স্বপ্নে দিন কাটাচ্ছেন অনেক সুবিধাবাদীরা। তবে সবই চলছে নীরবে। এরই মধ্যে সারা দেশে মতো যোগ্য নেতা বাছাইয়ের প্রতিযোগিতার পাশাপাশি হাইব্রিড অনুপ্রবেশকারীদের সর্তকতার সঙ্গে পাহাড়ি এ জেলায় সঠিক নেতৃত্ব উঠে আসবে এমটাই প্রত্যাশা শীর্ষ নেতা ও স্থানীয়দের।

সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি থাকার কথা রয়েছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক হানিফস এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রমুখ। গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলনে জেলা কাউন্সিলের এ সময় নির্ধারিত হয়।

দেশ সেবার প্রচেষ্টা অব্যাহত রাখতে সবধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি সবার ওপরে মন্তব্য সিনিয়র নেতাকর্মীদের।

সাধারণ সম্পাদক পদে জেলার পাশাপাশি ব্যানার বিলবোর্ড ও প্রচারণায় তুঙ্গে বর্তমান জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক দিদারুল আলম দিদারের নাম। তিনি খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম ও জাহেদুল আলমের ছোট ভাই।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই অং মারমা বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃত্ব সকল বিষয় বিবেচনা করেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড