• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে বরিশালে স্বামীর মৃত্যুদণ্ড

  বরিশাল প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১৯:৩০
মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কাওছার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত কাওছার হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। সে বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মৃত মো. শহীদের ছেলে।

ট্রাইবুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাওছার স্ত্রী মাহমুদা আখতার পাখীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার দুই বছর আগে কাওছারের সঙ্গে মাহমুদার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাকে কাওছার মারধর করতো বলে মাহমুদার পরিবারের অভিযোগ।

এ ঘটনায় নিহতের বোন ময়না বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ এপ্রিল বানারীপাড়া থানার উপপরিদর্শক রুস্তম আলী মৃধা মামলার অভিযোগপত্র দেন। আটজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে কাওছারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড