• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় ভয়াবহ আগুনে ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত

  গাইবান্ধা প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১৭:৫৭
অগ্নিকাণ্ড
গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে ভয়াবহ আগুন (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক কাপড়ের দোকান ও মসলার দোকান। এতে ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও এলাকাবাসী জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি তুলার দোকানে আগুন লাগে পরে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এই আগুনে নাকাই হাট বাজারের অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ অবস্থায় পুড়ে যাওয়া দোকান মালিকরা পথে বসেছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস।

এলাকাবাসীর অভিযোগ, সঠিক সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হত।

সাঘাটার ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ হয়েছে। এ ঘটনায় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড