• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘দেশে ৩-৪ মাসের লবণ মজুদ রয়েছে’

  কক্সবাজার প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ২২:৪৪
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশে এই মুহূর্তে তিন-চার মাসের লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারে লবণ চাষ ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

এদিকে এই বিপুল লবণ মজুদ থাকার পরও দেশব্যাপী লবণ সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে লবণ সংকটের এই গুজব ছড়ানোর পর বাজারে লবণ কেনার হিড়িক পড়ে যায়।

এর প্রেক্ষপটে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গুজব বন্ধ করতে কক্সবাজারের লবণ চাষি, লবণ মালিক ও লবণ ব্যবসায়ীদের সঙ্গে জরুরি এক মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

মতবিনিময় সভায় লবণের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের চাহিদার তিন থেকে চার মাসের মতো লবণ মজুদ রয়েছে। কাজেই লবণের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, তিন-চার মাসের লবণ মজুদ থাকার পরও কেউ অপপ্রচার ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্যাকেটের গায়ে লেখা মূল্যে লবণ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেন তিনি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড