• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের পাতা ফাঁদেই ফাঁসলেন রুপচাঁন

  নরসিংদী প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৭
নরসিংদী
নরসিংদী মডেল থানা, নরসিংদী (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ডাকাতির নাটক সাজিয়ে পুলিশের হাতে ১১ জন আটক হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টায় দিকে নরসিংদীর হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো—নরসিংদীর বাদুয়ারচর এলাকার রুপচাঁন (৪৫), আওয়াল (৫৫), সাত্তার (৫০), হানিফা (৩০), মোজাহিদ (২০), আকিব (১৭), মোমেনা খাতুন (৪২), মিনার (২৫), হিরন মিয়াসহ (৫৫) আরও দুই জন।

এলাকাবাসীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদুয়ারচর এলাকার রুপচাঁন মিয়ার সাথে সেলিম ভূঁইয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সেলিমকে ফাঁসানোর জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজায় রুপচাঁন। ওই রাতে মসজিদে মাইকিং করা হয় ডাকাতির।

এ সময় ওই এলাকায় টহলরত নরসিংদী মডেল থানার এস আই সুমন ও তার সঙ্গীয় ফোর্স ডাকাতির মাইকিং শুনে ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে দুইজনকে আটক করে। পরে নরসিংদী সদর হাসপাতাল থেকে বাকি নয়জনকে আটক করে।

নরসিংদী মডেল থানার এস আই সুমন ঘনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে টহলরত অবস্থায় ডাকাতির মাইকিং শুনে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করি।

তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেরা ডাকাতির নাটক সাজিয়ে সেই নাটককে গ্রহণযোগ্য করতে হাসপাতালে লোক ভর্তি করায়।

এলাকাবাসীর দাবি এ ঘটনায় আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস পাবে না।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড