• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

  নেত্রকোণা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ১৭:৩৮
বাস ধর্মঘট
বাস ধর্মঘট (ছবি : দৈনিক অধিকার)

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে নেত্রকোণায় দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় চালক ও শ্রমিকরা।

নেত্রকোণা জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের কোথাও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা বাস চালু রয়েছে।

মঙ্গলবার দুপুরে বাসযাত্রী নেত্রকোণা সদরের আবুল হাসেমের সঙ্গে কথা হলে তিনি বলেন, জরুরি প্রয়োজনে ঢাকা যেতে বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখি বাস চলাচল বন্ধ।

তিনি আরও বলেন, আমার মেয়ে ব্যাংককে যাবে। মেয়ে ঢাকায় আছে। মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আজকেই যেতে হবে।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান বলেন, সকালে ঢাকাগামী বাসে যাত্রীরা উঠে বসেন। এ সময় চালক বাস থেকে নেমে যান। পরে চালকরা আর বাস চালাবে না বলে জানায়। অনেক চালকের কোনো ভারী লাইসেন্স নেই।

এ বিষয়ে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বাস বন্ধ করেনি জানিয়েছে। শ্রমিকরা বন্ধ করার কথা জানালে আমরা তাদের বলেছি, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে ব্যবস্থা নিতে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড