• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ৪ দিনে ৭০ লাখ টাকা কর আদায়

  ফেনী প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ০৮:১১
আয়কর মেলা
আয়কর মেলা (ছবি : সংগৃহীত)

ফেনীতে আয়কর মেলায় ৪ দিনে ৬৯ লাখ ৭৬ হাজার টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৮ নভেম্বর) করদাতা ও সেবাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মেলা শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়কর মেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে সেবা নিয়েছেন ২ হাজার ৩১৯ জন। রিটার্ন জমা পড়েছে ৪০৯টি। কর জমা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। প্রতিদিনের মতো মেলার শেষ দিনেও ছিল করদাতাদের উপচে পড়া ভিড়।

আয়কর অফিস সূত্র জানায়, মেলার শেষ দিনে ২২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা আদায় হয়েছে। নতুন করের আওতায় এসেছেন ৯৯৫ জন। আর রিটার্ন দিয়েছেন ১ হাজার ১২৪ জন করদাতা। সেবা নিয়েছেন ৪ হাজার ৮৫৯ জন। গত চার দিনে সেবা নিয়েছেন ১৩ হাজার ১০৫ জন। রিটার্ন দিয়েছেন ২ হাজার ৬৫৫ জন। নতুন করের আওতায় এসেছেন ২৪৩ জন করদাতা।

মেলায় ১৩টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে টিআইএন, রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাসহ কর বিষয়ে বিভিন্ন সেবার ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড