• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবর্জনার স্তূপে ৭০ বস্তা পচা পেঁয়াজ

  কুমিল্লা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ০৭:৪৮
পেঁয়াজ
পেঁয়াজ (ফাইল ছবি)

কুমিল্লায় আবর্জনার স্তূপে ৭০ বস্তা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর)​ সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তূপে এসব পেঁয়াজ ফেলে দেওয়া হয়।

এ দিকে পেঁয়াজ ফেলে দেওয়ার ছবি তুলে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এসব ছবি ভাইরাল হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। প্রতি বস্তায় আনুমানিক ৪০ কেজি করে পেঁয়াজ রয়েছে।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, যেখানে পেঁয়াজগুলো ফেলে দেওয়া হয়েছে ওই অংশটা ময়লার ভাগাড়। তিনি বলেন, ফেলে দেওয়া এসব পেঁয়াজ গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের বলে জানতে পেরেছি।

পচে যাওয়া পেঁয়াজ তারা মিয়ানমার থেকে সমুদ্রপথে নিয়ে এসেছিল। কিন্তু বুলবুলের প্রভাবে এসব পেঁয়াজ পচে যাওয়ায় তা ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড