• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি, চলাচলে চরম ভোগান্তি

  দিনাজপুর প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ০০:৩৫
বিদ্যুতের খুঁটি
রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার মাঝখানে বিদ্যুতের একটি খুঁটি থাকার কারণে চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। ভুক্তভোগী লোকজন ইতোমধ্যে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ অফিসে বিষয়টি জানিয়েছে। তবুও সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই বিদ্যুতের খুঁটির কারণে ফেনাপুকুর গ্রামের ৭০টি বাড়ির লোকজনকে দীর্ঘদিন ধরে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেবল রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহনই ওই গ্রামে ঢুকতে পারে না। যার ফলে অসুস্থ রোগীদের আনা-নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে বেশ সমস্যা হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানিয়েছেন, গত ৩ এপ্রিল পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ অফিসে লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাননি তারা।

তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমাদের বলা হয়েছে টাকা দিলে খুঁটি সরানো হবে। আর টাকা না দিলে খুঁটি সরানো হবে না।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায়ের মন্তব্য, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটির বিষয়ে অভিযোগ করার পরেও অজ্ঞাত কারণে অফিসের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা দাবি করেছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের ভাষ্য, ‘খুঁটি সরানোর জন্য অফিসে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিতে হয়। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই।’

ওডি/এসসা

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড