• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে সিএনজি ও লরির সংঘর্ষে নিহত ১

  কিশোরগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ২১:২৬
সিএনজি
দুর্ঘটনাকবলিত সিএনজি (ছবি : ফাইল ফটো)

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বাজিতপুরে দ্রুতগামী সিএনজির সঙ্গে লরির সংঘর্ষে মো. লাহুত মিয়া (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত লাহুত মিয়া নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার সালদিগা গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলো- নেত্রকোণার রানীগঞ্জ এলাকার আব্দুল জলিলের ছেলে বাবুল মিয়া ও একই জেলার এরশাদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈবর মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ি জানায়, সোমবার দুপুরে নেত্রকোণার নান্দাইল চৌরাস্তা থেকে সিএনজিযোগে ভৈরবের উদ্দেশে রওয়ানা হন লাহুত মিয়া। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বাজিতপুর এলাকায় পৌঁছালে একটি লরির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাহুত মিয়ার মৃত্যু হয়। এছাড়া একই দুর্ঘটনায় আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ডি এম মো. জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড