• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে মাছের মেলা

  মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম, বগুড়া

১৮ নভেম্বর ২০১৯, ১৬:৪৯
মাছের মেলা
নবান্ন উপলক্ষে মাছের মেলায় এভাবেই ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আগত ক্রেতারা (ছবি : দৈনিক অধিকার)

সনাতন ধর্মাবলম্বীদের উৎসবগুলোর একটি হলো নবান্ন উৎসব। পঞ্জিকা অনুসারে পয়লা অগ্রহায়ণ সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করে থাকেন। ঐতিহ্যবাহী এ উৎসবের প্রধান আকর্ষণ মাছের মেলা। এসব মেলায় ক্রয়-বিক্রয় হয় বিভিন্ন প্রজাতির মাছ। আর উৎসব উপলক্ষে মেয়ে-জামাই ও অন্যান্য আত্মীয়-স্বজনদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাদের পরিবেশন করা হয় বাহারি পিঠা-পায়েসসহ নানা রকমের সুস্বাদু খাবার। এ উৎসবকে ঘিরেই প্রতিবছর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বসে মাছের মেলা।

সরেজমিন ঘুরে সোমবার (১৮ নভেম্বর) উপজেলার ওমরপুর, রনবাঘা, হাটকড়ই, ধুন্দার ও দাসগ্রামসহ বিভিন্ন স্থানে দেখা গেছে নবান্ন উৎসব উপলক্ষে এসব মাছের মেলা।

উপজেলার রণবাঘা ও ওমরপুর বাজারে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে বসেছে মাছের দোকান। দোকানগুলোতে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে রুই, কাতলা, মৃগেল, চিতল ও সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ। এসব মেলায় এক কেজি থেকে শুরু করে ১৪ কেজি ওজনের মাছ পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় লোকজন কিনছেন এসব মাছ। এ সময় কোনো কোনো মাছ বিক্রেতাকে বিশালাকৃতির মাছগুলো মাথার ওপরে তুলে ধরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেও দেখা যায়।

উপজেলার পৌর এলাকার তালপুকুর গ্রামের মাছ বিক্রেতা শাহজাহান আলী জানান, ‘নবান্ন উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি পুকুরে মাছ চাষ করেছিলাম। সেই পুকুরগুলো থেকে বড় বড় মাছ নবান্নের বাজারে বিক্রি করতে এনেছি।’

তিনি জানান, মেলায় ২শ থেকে ৫শ টাকা কেজি দরে ব্রিগেড ও সিলভার কার্প, ৮শ থেকে এক হাজার ২শ টাকায় রুই ও কাতলাসহ চিতল ও বোয়াল ৮শ থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের আকার ভেদে এক একটি মাছ আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

একই সময় কথা হয় মাছ কিনতে আসা সমর চন্দ্র কর্মকারের সঙ্গে। তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উৎসব উপলক্ষে কয়েক জাতের মাছ কিনেছি। রুই মাছ কিনেছি ৪৮০ টাকা কেজি দরে, ব্রিগেড ৫৫০ টাকা কেজিতে এবং চিতল মাছ কিনেছি ৯শ টাকা কেজি দরে। তবে, এবার মাছের বাজার একটু বাড়তি। বিশেষ করে মেলায় চিতল ও বোয়াল মাছের দাম বেশি বলেও জানান তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড