• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময়

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৬
রমেশ চন্দ্র সেন
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় ও বার্ষিক সভাব বক্তব্য রাখাছেন রমেশ চন্দ্র সেন (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার (১৮ নভেম্বর) সকালে আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।

সভায় বক্তারা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইট প্রস্তুতের ক্ষেত্রে পরিবেশগত আইনি জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, ইট প্রস্তুত না হলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে। তাই এ সম্পর্কিত নীতিমালাগুলোর কিছু পরিবর্তন করে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সহানুভূতি কামনা করেন তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড