• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিফাত হত্যা : ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন আজ

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১০:৩৮
রিফাত হত্যাকাণ্ড
রিফাত হত্যাকাণ্ড (ছবি : সংগৃহীত)

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হবে আজ। মামলার ধার্য তারিখ থাকায় সকাল ১০টার দিকে বরগুনার শিশু আদালতে হাজির করা হয়েছে ১৪ আসামিকে।

সোমবার (১৮ নভেম্বর) বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য মামলাটি প্রস্তুত করবেন।

চার্জ গঠন উপলক্ষে যশোর থেকে বরগুনা আনা হয়েছে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৩ আসামিকে। আর অপর এক আসামি বরগুনা জেলা কারাগারে আছেন। আজ সোমবার সকালে তাঁরা বরগুনা পৌঁছায়। বরগুনার কারাগারে থাকা আরিয়ান হোসেন শ্রাবণকেও আদালতে হাজির করা হবে। পরে রিফাত হত্যা মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হবে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এরপর গত ১ সেপ্টেম্বর বিকালে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। আর নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। বাকি আসামিরা রয়েছেন কারাগারে।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড