• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই 

  নোয়াখালী প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ২২:৫৭
অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবেই মুহূর্তেই লাল হয়ে ওঠে চৌমুহনী বাজারের আকাশ (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীয়া।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ রেলস্টেশন সংলগ্ন মাকের্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী, ফেনী, সোনাইমুড়ি, মাইজদীসহ চারটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ছয় মাসে এ মার্কেটে তিন বার এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটল। তাদের ধারণা নিউ নূর হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া অধিকাংশ দোকান ছিল ক্রোকারিজ ও বিভিন্ন গুদামঘর। আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানায়, রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে হঠাৎ করে রেললাইনের পূর্ব পাশের ইসলামিয়া মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। চৌমুহনী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে জেলার অন্য ইউনিটগুলোকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

.

ওডি/আইএইচএন/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড