• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়তদারের বাড়ি থেকে ৩০০ বস্তা পেঁয়াজ উদ্ধার

  সারাদেশ ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ২২:৫১
পেঁয়াজ
উদ্ধারকৃত পেঁয়াজ ( ছবি : সংগৃহীত )

রাজশাহী নগীরতে এক আড়তদারের বাড়ি থেকে ৩০০ বস্তা পেঁয়াজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে মহানগরীর মাস্টারপাড়া এলাকার আমদানিকারক হাসিবুল ইসলামের বাড়ি থেকে এসব পেঁয়াজ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু আসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আড়তদার হাসিবুল ইসলামকে প্রতিদিন ৫০ বস্তা করে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) থেকে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, ২০০ থেকে ২৮০ টাকা কেজি পর্যন্ত রাজশাহীর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়। বিমানে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। এছাড়া অভিযানের আগেই রাজশাহীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকায় নেমে আসে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসনের কাছে তথ্য ছিল একটি সিন্ডিকেট পেঁয়াজ আমদানি করে মজুত করেছে। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। কোনোভাবেই পেঁয়াজ মজুত করতে দেওয়া হবে না।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড