• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে বান্ধবীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের ৩ মাসের কারাদণ্ড

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ২২:০৬
কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত কলেজছাত্র শিহাবর রহমান (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ে বান্ধবীকে উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করতে গেলে উল্টো বান্ধবীকে চড়-থাপ্পড় মারার দায়ে শিহাবর রহমান (১৮) নামে এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত শিহাবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার বিএম টেকনিক্যাল কলেজের ছাত্র ও জগন্নাথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভালুকাই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কলেজছাত্রকে কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

কারাদণ্ডের সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আব্দুল্লাহ আল মামুন দৈনিক অধিকারকে জানান, একই কলেজে পড়ুয়া সহপাঠীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শিহাবর রহমান নামে ওই কলেজছাত্র। এর প্রতিবাদ করতে গেলে উল্টো ওই কলেজছাত্রীকে চড়-থাপ্পড় মারে সে। এ ঘটনায় স্থানীয়রা একাধিকবার তাকে সতর্ক করলেও নিজেকে শোধরায়নি ওই কলেজছাত্র।

অবশেষে বান্ধবীকে উত্ত্যক্ত করার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত শিহাবর রহমানের বিরুদ্ধে এলাকার মেয়েদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড