• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা জনগণের পুলিশ হতে চাই : জাবেদ পাটোয়ারী

  গাজীপুর প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ১৯:৫৯
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ( ছবি : দৈনিক অধিকার )

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। আমরা জনগণের পুলিশ হতে চাই, আপনারা পুলিশের পাশে থাকুন। পুলিশ আপনাদের পাশে থাকবে। আমরা জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশ ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন আপনাদের পাশে থেকে সহায়তা করবে। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূলসহ যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আপনারা পুলিশের পাশে থাকবেন।

রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ পুলিশ—এর ৬তম মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংক চালু করা হয়েছে ২ লক্ষাধিক পুলিশের কল্যাণের জন্য। আমরা উন্নয়নের সহযোগী হতে চাই।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সম্পর্কে জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে তা স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযান নিয়ে সড়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় তাদের বক্তব্যে বিস্তারিত বলেছেন। সরকার সারা দেশে এ অভিযান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড