• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাথরঘাটা ট্র্যাজেডি : পরীক্ষা নিতে যাওয়া হলো না শিক্ষিকা এ্যানির

  চট্টগ্রাম প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ১৪:২৪
নিহত
নিহত এ্যানি বড়ুয়ার স্বামী প্রকৌশলী পলাশ বড়ুয়া (নীল শার্ট পরিহিত) (ছবি : দৈনিক অধিকার)

দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দায়িত্ব পালনের কথা ছিল শিক্ষিকা এ্যানি বড়ুয়ার। কিন্তু পাথরঘাটার ট্র্যাজেডি কেড়ে নিল তার প্রাণ।

শিক্ষিকা এ্যানি বড়ুয়া রবিবার (১৭ নভেম্বর) সকালে যাচ্ছিলেন পটিয়া মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য। কিন্তু পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে অন্য পথচারীদের সঙ্গে মৃত্যু হয় এ্যানি বড়ুয়ার।

নিহত এ্যানি বড়ুয়া ২ সন্তানের জননী। বড় ছেলে এবার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে। আরেকজন ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।

নিহত এ্যানি বড়ুয়ার স্বামী প্রকৌশলী পলাশ বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই ছেলে তাদের মাকে হারাল। আমি এ শোক কেমন করে সইব, বলে কাঁদতে কাঁদতে তিনি বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।

উল্লেখ্য, রবিবার নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। নিহত সাতজনের মধ্যে এ্যানি বড়ুয়াও রয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড