• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৫

  রাঙ্গামাটি প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ১২:৪৪
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় আহত দুলাল মিয়া (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটিতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার কাউখালী উপজেলার ঘাগড়া কলা বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মো. শহীদুল্লাহ কলেজছাত্রী আশ্বিনি মারমাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মো. দুলাল ও শীলমনি চাকমার অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মো. শহীদুল্লাহ।

আহতরা হলেন- মো. দুলাল (৬০), শীলমনি চাকমা (২৪), আনোয়ারা বেগম (২৬), তানবীর (৮) ও মো. মোশারফ।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. শহীদুল্লাহ বলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী আশ্বিনি মারমা ঘটনাস্থলেই মারা গেছেন। আর আহত বাকি পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আত্মীয়স্বজন আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হবে। বাকি তিনজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাউখালী থানার এসআই হারুন জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী মারা গেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড