• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

১৬ নভেম্বর ২০১৯, ২০:৪৬
অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে মদিনা আবাসিক সংলগ্ন স্থানে সরকারি খালের ওপর নব-নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে খালের ওপর নব-নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, সামাজিক সংগঠনের নাম দিয়ে সরকারি খাল দখল করে দোকান বানিয়ে বিক্রি করার উদ্যোগ নিয়েছিল একটা চক্র। গোপন সংবাদ পেয়ে দ্রুত নব-নির্মিত দোকান উচ্ছেদ করে সরকারি খাল দখলমুক্ত করা হয়। উচ্ছেদকৃত জায়গার পরিমাণ প্রায় ২৩ দশমিক ১৪ শতক।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন জনৈক শাহজাহান নামে এক ব্যক্তি এই কাজে জড়িত। তাকে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড