• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউএনও আসছে, শুনেই ৭০ টাকা কমে গেল পেঁয়াজের দাম

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৯, ১৭:০৮
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও রোড এলাকার সবচেয়ে বড় পেঁয়াজের বাজারে ইউএনওর অভিযান (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁও রোড এলাকার সবচেয়ে বড় পেঁয়াজের বাজারে ২৫০ থেকে ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযান চালান সেখানে। বাজারে ইউএনও আসার খবর শুনেই ৭০ টাকা দাম কমিয়ে পেঁয়াজ বিক্রি শুরু করেন বিক্রেতারা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রোড এলাকায় পেঁয়াজের সবচেয়ে বড় মার্কেটে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, দুটো বড় মার্কেট পরিদর্শনের সময় বিদেশি পেঁয়াজ ১৭০ থেকে ১৮৫ টাকা এবং দেশি পেয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। ২০০ টাকার বেশি পেঁয়াজের মূল্য চাওয়ায় রোড এলাকার রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

এছাড়া প্রতিটি আড়ত এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি দাম না বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমন অভিযানকে অনেক পেঁয়াজ ক্রেতাই সাধুবাদ জানিয়েছেন। যদিও জেলার বিভিন্ন বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, বিদেশি পেঁয়াজ ২০০ থেকে ২৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড