• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনোয়ারায় পুলিশ পরিচয়ে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

১৫ নভেম্বর ২০১৯, ২১:৫১
চট্টগ্রাম
জেলার ম্যাপ

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে উধাও হয়ে গেছে কয়েকজন প্রতারক। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম আবদুল ওদুদ (৬৫)। তিনি উপজেলার ছিরাবটতলী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় আনোয়ারার চাতরী চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আবদুল ওয়াদুদ পরিবারের সদস্যদের নিয়ে জায়গা জমি সংক্রান্ত কাজ শেষে আনোয়ারা রেজিস্ট্রি অফিস থেকে শহরে যাওয়ার উদ্দেশে চাতরী চৌমহনী বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ অপরিচিত এক ব্যক্তি এসে তাকে ধাক্কা দেয়। এরপর ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কোথায় যাবেন জিজ্ঞেস করে। পরে ওই ব্যক্তি কৌশলে আবদুল ওদুদসহ তিনজনকে চাতরী চৌমহনী বাজারের উত্তরে নিয়ে গেলে সেখানে আরও পাঁচ-সাতজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আবদুল ওদুদের কাছ থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টা প্রতারণামূলক কর্মকাণ্ড। আমরা প্রতারকদের চিহ্নিত করতে চেষ্টা করছি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড