• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাচার হওয়া ৭ যুবককে বাংলাদেশে ফেরত দিল ভারত

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১৫ নভেম্বর ২০১৯, ১০:৪৮
যুবক
পাচার হওয়া সাত যুবক (ছবি : দৈনিক অধিকার)

ভারতে পাচার হওয়া সাত যুবককে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রনি, একই জেলার ঝালকুড়ি সদর থানার আব্দুল লতিফের ছেলে রাফিকুল ইসলাম, বন্দর থানা এলাকার নিতাই চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মোহাম্মদ আলী গাজীর ছেলে আশরাফুল ইসলাম, একই জেলার কালিগঞ্জ থানার পিয়ার গাজীর ছেলে বাবুল হোসাইন, দেবহাটা থানার মনসুর আলীর ছেলে আল আমিন ও সদর থানার আব্দুল সামাদের ছেলে ফরহাদ হোসেন।

তথ্যসূত্রে জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে তারা ভারতের যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটে এদের দেশে ফেরার ব্যবস্থা করে।

বেনাপোল পোর্ট থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দৈনিক অধিকারকে জানায়, ফেরত আসা বাংলদেশিদের আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড