কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী ১১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা নাগাদ তাদের উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলেদের মাধ্যমে বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিনের অদূরে দক্ষিণ বঙ্গোপসাগরে মানুষ ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া যাত্রা করছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সাগরে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বড় ট্রলারে অবস্থানরত ১১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন শিশু, ৫৮ জন নারী ও ৪৭ জন পুরুষ রয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে জড়ো হয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে উদ্ধারকৃতদের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএসএল
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড