নাটোর প্রতিনিধি
নাটোরে পিতাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ বেগুন বিক্রির টাকা নিয়ে লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার ঘুঘুর আলীর সাথে তার ছেলে মুনসুর আলীর বিরোধ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে পিতা ঘুঘুর আলীকে হত্যা করে ছেলে মুনসুর আলী।
পরে ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে একমাত্র আসামি মুনসুর আলীর নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার সকালে ছেলে মুনসুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ওডি/এমবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড