• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝালকাঠিতে তামাক বিরোধী অভিযানে ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা

  ঝালকাঠি প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ০৮:১২
ভ্রাম্যমাণ আদালত
দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি : দৈনিক অধিকার)

ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে দুই ব্যবসায়ীসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকানে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপন হিসেবে সাজিয়ে রাখা (ডিসপ্লে) ও প্রকাশ্যে ধূমপানের দায়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম ফখরুল হোসাইন, সিফাত বিন সাদেক ও আহমেদ হাছানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কলেজ খেয়াঘাট, ডিসি পার্ক, সিটি পার্ক, লঞ্চঘাট, থানা সড়ক, কালিবাড়ি সড়ক ও বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় লঞ্চঘাট এলাকার আবুল হোসেন ও সিটি পার্ক এলাকার মোশারেফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপন হিসেবে সাজিয়ে রাখতে দেখা যায়। এ অপরাধে আবুল হোসেনকে এক হাজার ও মোশারেফকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সঙ্গে দোকান থেকে তামাকজাত দ্রব্যের ডিসপ্লে অপসারণ করা হয়। এছাড়াও প্রকাশ্যে ধূমপান করার দায়ে অপ্রাপ্তবয়স্ক তিনজনকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড