• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযানে খাদ্য নিয়ন্ত্রকসহ আটক ৬

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ২১:৪৪
দুদক
দুদক টিম (ছবি : দৈনিক অধিকার)

ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রকল্পের মাধ্যমে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁও খাদ্য বিভাগের ৪ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান দুদকের দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ এবং ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম মোস্তফা।

দুদক জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশ ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে পাঁচটি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা। দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটককৃতদের থানা হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড