• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাউজানে অনুমোদনহীন বেকারিতে অভিযান, জরিমানা

  রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম

১৩ নভেম্বর ২০১৯, ২০:২৬
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাউজানে অনুমোদনহীন একটি বেকারিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় নোংরা পরিবেশ, অনুমোদন না থাকা এবং কাপড়ের রঙ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করার অভিযোগে শাহ পরাণ বেকারি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন বেকারি বিভিন্ন পণ্য তৈরি করে তা বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং শাহ পরাণ নামক বেকারিটির কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক শাহ নুরকে (৫২) এক লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড