• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় অনিয়মের অভিযোগে রাস্তা সংস্কার বন্ধ

  নওগাঁ প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ১৬:২৯
নওগাঁ
রাস্তার সংস্কার কাজে ব্যবহৃত নিম্নমানের ইট (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ ওঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী আলী হোসেন নিম্নমানের ওই সব ইট অপসারণের নির্দেশ প্রদান এবং নতুন ইট ছাড়া কাজ করতে নিষেধ করেছেন।

জানা গেছে, নওগাঁর নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে চলতি বছরের গত ২৭ মে ১৪১৬ নম্বর স্মারকমূলে কার্যাদেশ প্রাপ্ত হন রাজশাহী বোয়ালিয়ার ঠিকাদার ‘লিটন এন্টারপ্রাইজ’।

৫০ লাখের বেশি টাকা বরাদ্দে রাস্তাটির সংস্কার কাজের কার্যাদেশ প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদারি সংস্থার নিম্নমানের ৩ নম্বর ইট দিয়ে মঙ্গলকোঠা-তালঝাড়ির দুই কিলোমিটার সড়কে কাজ শুরু করে। এ সময় তালঝাড়ি গ্রামের বাসিন্দারা কাজে বাধা প্রদান করেন।

বিষয়টি উপজেলা প্রকৌশলী আলী হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি, তাৎক্ষণিক কাজ বন্ধ ও নিম্নমানের ইটগুলো অপসারণের নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, রাস্তাটির সংস্কার কাজে বেডে নিম্নমানের খোয়া বিছানো, সড়কে স্পেসিফিকেশন বহির্ভূত ইট-খোয়া মজুদ ও গ্যাপ দিয়ে এজিংসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে অবগত করেছি। একই সাথে নিম্নমানের মালামাল সরিয়ে ভাল ইট দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ প্রদান করা হয়েছে।

ঠিকাদারি সংস্থার ‘লিটন এন্টার প্রাইজের’ ম্যানেজার মো. মিঠু বলেন, নিম্নমানের কিছু ইট মিস্ত্রিরা বিছিয়েছিল, যা আমরা উপজেলা প্রকৌশলী অভিযোগ সাপেক্ষে অপসারণ করেছি। তবে তিনি ঠিকাদার সংস্থার প্রধান লিটনের মোবাইল নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড