• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোনের বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না ফারজানার

  সারাদেশ ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১৫:৪২
ফারজানা আক্তার
নিহত ফারজানা আক্তার

বিয়ের দাওয়াতে চাঁদপুর থেকে সিলেটে গিয়েছিল ফারজানা আক্তার (২০)। বোনের বিয়ে শেষে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরতে হলো তাকে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। এ ভয়াবহ দুর্ঘটনার ফারজানার মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেছে পরিবারের অন্যান্য সদস্যরা।

সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় কসবার মন্দবাগ স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যুর তালিকায় রয়েছে ফারজানা।

ফারজানার পরিবারের আহত সদস্যরা হলেন- তার মা বেবী বেগম (৪০), ভাই হাসান বেপারী (২৮), নানি ফিরোজা বেগম (৭০), মামি শাহিদা বেগম (৪০), মামাতো বোন মিতু (১৭), ইলমা (৭) ও মামাতো ভাই জুবায়ের (৩)। আহতরা ঢাকা ও বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, গ্রামের দুবাই প্রবাসী বিল্লাল বেপারীর মেয়ে ফারজানা। ৫ বছর আগে চাঁদপুর শহরের নাজিরপাড়া দেওয়ান বাড়ির মোহন দেওয়ানের সঙ্গে তার বিয়ে হয়। তবে তাদের কোনো সন্তান নেই।

মা, ভাই-বোন, মামি আর নানির সঙ্গে ৭ নভেম্বর সিলেটে পৌঁছান তারা। বোনের বিয়ের আনন্দ শেষে ১২ নভেম্বর শ্রীমঙ্গল থেকে উদয়ন এক্সপ্রেসে চড়ে বসেন তারা। ইচ্ছে ছিল লাকসাম স্টেশনে নেমে চাঁদপুর ফিরবেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড