• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে ধর্ষণ মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

  ঝিনাইদহ প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ১৪:০৪
ঝিনাইদহ
আসামি আলমগীর হোসেন

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থী গণধর্ষণ মামলায় রিমান্ডের আসামি আলমগীর হোসেনের (৩১) বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) ভোর রাতে সদরের মান্দারবাড়িয়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, জেলা সদরের মগর খালী এলাকায় অক্টোবর মাসের ২৩ তারিখে ৯ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী সাথে গণধর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ৭ জনকে আসামি করে মামলা করা হয়।

পরে ঘটনার তৃতীয় দিনে থানায় আত্মসমর্পণ করে মামলার ২ নম্বর আসামি আলমগীর হোসেন। পরে আদালতের অনুমতিক্রমে গতকাল মঙ্গলবার তাকে রিমান্ড নেওয়া হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সে সময় বাড়ির পাশের বিচালীর গাদা থেকে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও আরও একটি মামলা করা হয়েছে।

গ্রেফতার হওয়া আলমগীর হোসেন চাঁদাবাজি, ধর্ষণসহ নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন জড়িত ছিল বলেও জানান ওসি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড