• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে বিক্রি হচ্ছে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি

  ভৈরব প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ০৭:৫৭
মাছ
জেলিযুক্ত চিংড়ি মাছ (ছবি : দৈনিক অধিকার)

ভৈরবে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানাসহ ১১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নৈশ মৎস্য আড়তে এক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান।

অভিযুক্ত মাছ ব্যবসায়ীরা হলেন- বন্ধন মৎস্য আড়তদার মালিক সূর্য চন্দ্র বর্মণের ছেলে সুধন বর্মণ ও তার শেয়ার হোল্ডার কাসেম মিয়ার ছেলে মিলন মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত নৈশ মৎস্য আড়তে এ অভিযান চালায়। এ সময় বন্ধন মৎস্য আড়তে জেলি মেশানো চিংড়ি মাছ বিক্রির অপরাধে ১১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন ভ্রমমাণ আদালত। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছেন ভৈরব থানা ও নৌ-থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, চিংড়ি মাছে ক্ষতিকর রাসায়নিক জেলি মেশানোর অপরাধে আড়তদার মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারণ ক্ষতিকর রাসায়নিক জেলি মেশানো মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও জেলি মেশানোর ফলে মাছের সঠিক ওজন পাল্টে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিকর রাসায়নিক জেলি মেশানো চিংড়িগুলো খুলনা থেকে এ আড়তে সরবরাহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও নৈশ মৎস্য আড়তে অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড